January 29, 2020

শাকিব নন, ‘রিকশা গার্ল’-এ অতিথি সিয়াম

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

মাত্র দুই দিনের শুটিং বাকি। শুটিং হওয়া ফুটেজের ডাবিং আর সম্পাদনও শেষ। অপেক্ষা ছিল শুধু অতিথি চরিত্রের শিল্পী শাকিব খানের শিডিউল মেলানো। শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না। অমিতাভ রেজা পরিচালিত রিকশা গার্ল ছবিতে দেখা যাবে না শাকিব খানকে। তাঁর বদলে অতিথি চরিত্রে দেখা যাবে সিয়ামকে।

রিকশা গার্ল ছবিতে অংশ নিতে চার ছবির শুটিংয়ের ফাঁকে সময় বের করতে হবে সিয়ামকে। স্ত্রী অবন্তীকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে মধুচন্দ্রিমায় গেছেন তিনি। সেখান থেকে সিয়াম বলেন, ‘অমিতাভ রেজার মতো একজন পরিচালক যদি বলেন তাঁর ছবিতে আমাকে প্রয়োজন, একজন শিল্পী হিসেবে আমার অবশ্যই সময় দেওয়া উচিত। তাঁর ছবিতে কিছুটা অবদান রাখতে পারলে আমারও ভালো লাগবে।’

নারীর ক্ষমতায়ন নিয়ে রিকশা গার্ল ছবির গল্প।ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্বাধিক বিক্রির তালিকার শীর্ষে ছিল। নিজের নতুন ছবির জন্য এই উপন্যাস বেছে নেন অমিতাভ রেজা চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র চিত্রনাট্যকারদের একজন তিনি। ছবিটি প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস। ‘রিকশা গার্ল’ ছবির মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের ঐতিহ্য আর ধারণাকে তুলে ধরা হবে। ছবিতে থাকবে অ্যানিমেশনও। এ বছরের এপ্রিলে শুরু হয় রিকশা গার্ল সিনেমার শুটিং


 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *